পঞ্চম শ্রেনীর পড়াশোনা : প্রাথমিক বিজ্ঞান

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

অধ্যায় -২

১.তোমার ছোট ভাই প্লাস্টিকের খেলনা ভেঙ্গে ফেলেছে। এখন তুমি কি করবে ?
ক.নির্দৃষ্ট স্থানে ফেলবে
খ.রাস্তায় ফেলবে
গ.জমিতে ফেলবে
ঘ.পানিতে ফেলবে

২.নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে চরে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কি সংরক্ষন করতে চান ?
ক.অর্থনীতিক সম্পদ
খ.সমষ্টিগত সম্পদ
গ.প্রাকৃতিক সম্পদ
ঘ.সামাজিক সম্পদ

৩.তানিয়ার মা কাজ শেষে পানির কল ,লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন ?
ক.বিল বাড়াতে
খ.বিদ্যুৎ বেশি পেতে
গ.পানি সংরক্ষন করতে
ঘ.অপচয় রোধ করতে

৪.নিচের কোন কারণে বায়ু দুষিত হয় ?
ক.রাসায়নিক সার ব্যবহার
খ.ভাটায় ইট পোড়ানো
গ.বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. কীটনাশকের ব্যবহার

৫.উচ্চ স্বরে গান বাজালে কোন দূষণ ঘটে ?
ক.বায়ু দূষণ
খ.শব্দ দূষণ
গ.মাটি দূষণ
ঘ.পানি দূষণ

৬.বায়ু ,পানি ও মাটি দুষিত হওয়ার প্রধান কারণ কোনটি ?
ক.জনসংক্ষার বাড়তি চাহিদা মেটানো
খ.যানবাহনের ব্যবহার
গ.কলকারখানার বর্জ্য
ঘ.জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরী

৭.কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কোনটি হয় ?
ক.শব্দ
খ.মাটি
গ.পানি
ঘ.বায়ু

৮.নিচের কোনটির ফলে শব্দ দূষণ হয় ?
ক.শিল্প করখানা স্থাপন
খ.ভাতে ইট পড়ানো
গ.বাস গৃহ নির্মান
ঘ.লাউড স্পিকার ও মাইক

৯.মাটির উর্বরতা নষ্ট করে কোনটি ?
ক.লাঙল ব্যবহার
খ.সেচ যন্ত্র ব্যবহার
গ.জৈবসারের ব্যবহার
ঘ.কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও কীটনাশক

১০.পরিবেশ দূষণের প্রধান উৎস কোনটি ?
ক.মলমূত্র ত্যাগ
খ.জীবাশ্ম জ্বালানির ব্যবহার
গ.কীটনাশকের ব্যবহার
ঘ.গাছপালা পোড়ানো

১১.পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি ?
ক.বর্জ্য পোড়ানো
খ.নদীতে বর্জ্য ফেলানো
গ.গাছ কাটা
ঘ.বন্যা

১২.বায়ু দূষণের ফলে কোনটি ঘটে ?
ক.ঘুমে ব্যাঘাত
খ.এসিড বৃষ্টি
গ.ডায়রিয়া
ঘ.দাবানল

১৩.পরিবেশ দূষণের ফলে মানুষ কোন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে ?
ক.ক্যান্সার
খ.হার্ড এটাক
গ.জ্বর
ঘ.ব্রেইন এটাক

১৪.নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি ?
ক.প্রাকৃতিক গ্যাস
খ.পামওয়েল
গ.বালু
ঘ.গাছপালা

১৫.নিচের কোনটি পরিবেশদুষণের প্রধান কারণ ?
ক.মানুষ
খ.উদ্ভিদ
গ.পাখি
ঘ.পশু

১৬.মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কি ?
ক.শব্দ দূষণ
খ.পানি দূষণ
গ.মাটি দূষণ
ঘ.বায়ু দূষণ

১৭.বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কোন ধরনের দূষণ হয় ?
ক.পানি দূষণ
খ.শব্দ দূষণ
গ.বায়ু দূষণ
ঘ.মাটি দূষণ

নিচে উত্তরগুলো মিলিয়ে নাও :

১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.খ ৬.ক ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭খ

About reusepro

最新の買取価格をたったの5秒で検索!! ● 商品名や型番、ブランド名などから検索して、買取対象上限金額を表示できます。 ● 検索結果からの買取申し込みも可能です。 ● リサイクルプロショップトップページの「買い取り価格検索」欄に、手持ちの商品の商品名や型番などのキーワードを入力します。 該当する商品が表示されます。検索結果内にお手持ちの商品がある場合は、[電話で 買取価格を 調べる][今すぐweb査定をする] ボタンから、買取を申し込めます。 ※他社が簡単に真似できない毎日買取上限金額を公開しているリサイクルショップです。 買取価格に自信があるからこそ、買取リストを公開他社ではまねできない自信があるから買取りリストを24時間公開しています。 買取価格は日々変動しますが早く、高く売りたいというお客さまの声にお応えできる様にスピードと買取価格を重視しています。
This entry was posted in জেলা ভিত্তিক কৃষি বাজার. Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান